২৬ ফেব, ২০১৪

বাপ্পা প্রদীপ

খেলাঘর
বাপ্পা প্রদীপ



হে তুমি বসে আছ
ধ্বংসের বীণা লয়ে
সৃষ্টির সিদ্ধ আসনে,
একা একা বসে গোণো
ক্ষণিকের দিনগুলি
খেলা শেষে খেলা ভাঙ্গো –
ভৈরব মনে।

কুসুম এনেছ যদি –
জীবনপল্লবে
স্ফুরিত কর হে তারে
আপন গৌরবে,
তোমারই সৌরভ
ছড়ায়ে যেতে চাই
তোমারই খেলাঘর মাঝে।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন