আন্তর্জাতিক ভাষা দিবসের স্মরণে
ইন্দ্রানী সরকার
মনোমন্দিরসুন্দরী !
মণিমঞ্জীর গুঞ্জরি স্খলদঞ্চলা চলচঞ্চলা?
অয়ি মঞ্জুলা মুঞ্জরী !
রোষারুণরাগরঞ্জিতা !
বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা !
গোপনহাস্য-কুটিল-আস্য কপটকলহগঞ্জিতা !
সঙ্কোচনত অঙ্গিনী !
ভয়ভঙ্গুরভঙ্গিনী !
চকিত চপল নবকুরঙ্গ যৌবনবনরঙ্গিণী !
অয়ি খলছলগুণ্ঠিতা !
মধুকরভরকুণ্ঠিতা
লুব্ধপবন -ক্ষুব্ধ-লোভন মল্লিকা অবলুণ্ঠিতা !
চুম্বনধনবঞ্চিনী দুরূহগর্বমঞ্চিনী !
রুদ্ধকোরক -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী ।।
ইন্দ্রানী সরকার
ভাষা আন্দোলন দিবস বা শহীদ দিবস, বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস। ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার লক্ষ্যে সংগ্রামে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই জাতীয় দিবসটি পালন করা হয়। সেই চর্যাপদের কবিদের থেকে শুরু করে বড়ু চণ্ডীদাস, বিদ্যাপতি, কৃত্তিবাস, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ এবং আরও কতজন বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন তা বলার শেষ নেই | বাংলা ভাষা যে শুধু আমাদের মাতৃভাষা তা নয়, এ যেন আমাদের শৈশব অবস্থা থেকে পূর্ণ প্রাপ্তবয়স্ক হবার এক অতীব প্রয়োজনীয় মাধ্যম | বাংলা ভাষার অনুধাবন ও অনুশীলনের মাধ্যমে বাঙলী আজ বাংলা সাহিত্যে পূর্ণ অবয়বে প্রস্ফুটিত হয়েছে | আজি কমল মুকুলদল খুলিল | রবীন্দ্রনাথের একটি গান বাংলা ভাষার সমৃদ্ধির স্মরণে:
মনোমন্দিরসুন্দরী !
মণিমঞ্জীর গুঞ্জরি স্খলদঞ্চলা চলচঞ্চলা?
অয়ি মঞ্জুলা মুঞ্জরী !
রোষারুণরাগরঞ্জিতা !
বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা !
গোপনহাস্য-কুটিল-আস্য কপটকলহগঞ্জিতা !
সঙ্কোচনত অঙ্গিনী !
ভয়ভঙ্গুরভঙ্গিনী !
চকিত চপল নবকুরঙ্গ যৌবনবনরঙ্গিণী !
অয়ি খলছলগুণ্ঠিতা !
মধুকরভরকুণ্ঠিতা
লুব্ধপবন -ক্ষুব্ধ-লোভন মল্লিকা অবলুণ্ঠিতা !
চুম্বনধনবঞ্চিনী দুরূহগর্বমঞ্চিনী !
রুদ্ধকোরক -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী ।।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন