২৬ ফেব, ২০১৪

সুদীপ্তা চ্যাটার্জী












একুশ

সুদীপ্তা চ্যাটার্জী



সেদিনের সেই অবাক দিন
শীতের ডানায় আড়মোড়া ভাঙছিল
এক নতুন স্বপ্ন ভোর
ইতিহাসের শরীর জড়িয়ে
নগ্ন পায়ের মিছিল
বাঁধ ভাঙ্গা বাতাসে বারুদ ঘ্রাণ
থৈ থৈ পলাশ রাঙা রক্তে ছোপানো
মায়ের আঁচল জড়িয়ে
বর্ণমালার প্রত্যয়ে জ্বলে উঠেছিল চারটি প্রদীপ ...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন