২৬ ফেব, ২০১৪

ইন্দ্রনীল


















মন খারাপের পর্ব (১)
ইন্দ্রনীল


মন,
তোর জন্য আর তেমন মন খারাপ হয় না।
অথচ, তুই আছিস কি নেই-
সেই খোঁজটা প্রতিদিনের মত
আজ ও আমার লেট নাইট বেডে।
সুইজ্‌ অন করলে
আজ ও চৌকাঠের গণ্ডি পেরোতে ভয় করে
-একা হয়েছি তো ।
অফ করলে মনে হয়
অন্ধকারের গাঢ়ত্ব ক্রমশই ভয়ানক।
চিরাচর অভ্যেস বদলে দিলাম
রাতে ঘুমাই না তারপর
দিনের অত আলো সহ্য হয় না বেশিক্ষন।
মিডনাইটে ঘুম ঘুম পায়।
কড়া করে কফি , সিগারের এস্টের সাথে সময় কেটে যায়।
জানিস , আজ বড্ড মন খারাপ আমার,
তোর ইমেল গুলো চেক করতে করতে
ড্রাফট বক্সে হাত দিয়েছিলাম।
তারপর, এক এক করে ফুরিয়ে গেলো
কোথায় একটা ফাঁকা হয়ে গেলো।
দেখি,জানালার পাশে কুয়াশার জাল আটকে আছে।
বিন্দু বিন্দু জল জমা হয়েছে এস্ট্রের ওপর।
চারপাশে আলো আঁধারের সঙ্গমের উৎস থেকে
এক চিলতে গোলাপী মেঘ,
আমার দিকে তাকিয়ে ছিল অনেকক্ষণ।
কি বললো জানিস ?
“খোকা এবার ঘুমিয়ে পড়”।
সবাই আমাকে ঘুমোতে বলে
কেউ একবারও উঠে দাঁড়াতে বলে না তো। 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন