২৬ ফেব, ২০১৪

অনিমেষ সিংহ















২১শের কে ?
অনিমেষ সিংহ


আমি ২১ শের কেউ একজন ।
আজ চড়চড় করে পারদ ঊর্দ্ধগামী
শাহবাগী যৌবনের ভীড়ে
শৈশবের ধুলো যত উঠে আসছে বুকে।
আবিরের রাত দিন আমার বাংলায় ।
আমি দ্বীখন্ডিত হয়েছি শুধু ।
চোখে দেখিনা ।
আঙ্গুলে বাংলা বিদ্যাসাগর বিপ্লবের মাইল স্টোন ।
দেখ কেউ মালা দেয়নি একটিও।
মালসার ভীড়ে উল্লঙ্গ শীশুরা
থালা বাটি সুন্দরবন কালাপানি নিয়ে
হেঁটে যাচ্ছে অন্ধকারে ।

২১ শের তুমি কে ?
আমি শালা প্রবঞ্চক !
কবিতায় সুডৌল অঙ্গপ্রত্যঙ্গ
মৃগনাভি চুসতে চুসতে দিঘল চোখ দেখি তোর
হে আমার বঙ্গ মাতা ।
ও একুশ তোকে রেপিডলি ধর্ষন করে যাচ্ছি !
আগুনে আমাদের যত বর্নপরিচয় স্তন পীয়ূষ জল ।

আমি ২১শের কে ?
বোন পো ?
জোওয়ান মরদ !
ধুর , রক্তের আগে পবিত্র হতে চাই বড়
২১শের কবিতায় ! 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন