২৬ ফেব, ২০১৪

কাশীনাথ গুঁই

আমাদের দু’ চার কথা




“আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।“….

                            (সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
                         গীতিকারঃ আব্দুল গাফফার চৌধুরী)


১৯৫২ সালের সে ২১শে ফেব্রুয়ারী , অভিনব এক আত্মত্যাগ দেখেছিল এই বিশ্ব সেদিন। শুধু মাতৃভাষা কে সম্মানীয় আসনের মর্যাদা দিতে ঝাঁঝরা হয়েছিল রফিক (রফিক উদ্দিন আহমদ ), বরকত (আবুল বরকত), সালাম (আব্দুস সালাম), শফিউর (শফিউর রহমান) , জব্বার (আব্দুল জব্বার)… সেদিন বাঙলাদেশের রাজপথে। ভাইয়ের রক্তে রাঙানো সেই ২১শে আবার পেরিয়ে এলাম, আরো অনেকবারের মতই। তারপরেও কি সম্মানিত রাখা গেছে মায়ের ভাষাকে - আধুনিকতার মুখোশ পরতে গিয়ে আমরা কি ভুলিনি ভাষার সেই সম্মান! তবুও একুশ আসে !আর মাতৃভাষা দিবসের মাস ফেব্রুয়ারি এলেই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই ভাষা সৈনিকদের যাদের রক্তে রঞ্জিত হয়েছিল ১৯৫২ সালের ঢাকার রাজপথ। একুশে ফেব্রুয়ারী মানে মাতৃভাষার প্রতি সম্মান জানানোর শিক্ষা, সেটা নিজের মাতৃভাষা, দেশের সংখ্যালঘুদের মাতৃভাষা, পৃথিবীর সকল জাতির মাতৃভাষা ও ভাষা-বৈচিত্রের প্রতি সম্মান জানানোর শিক্ষা।

আমরা প্রেরণা অনলাইনের মাধ্যমে যেন তুলে আনতে পারি বাংলাভাষা সচেতন মানুষের / মানুষদের কলমচারিতার অন্তরঙ্গ কাহিনী, যেন অব্যাহত রাখতে পারি আমাদের বাংলাভাষা চর্চার ক্ষুদ্র প্রয়াস, এই আশা নিয়েই ‘প্রেরনা’ র এবারের ডালি। এই ক্ষুদ্র প্রচেষ্টায় পরিবারের সকলের সাহায্য পাব এই আশা রাখি।

- কাশীনাথ গুঁই

1 কমেন্টস্:

Soumitra Chakraborty বলেছেন...

আমি বাংলায় কথা বলি
আমি বাংলায় গান গাই।

একটি মন্তব্য পোস্ট করুন