২ এপ্রি, ২০১৪

মামনি দত্ত

অভিমান
মামনি দত্ত


এক অধ্যায়ের শেষ প্রান্তে এসে_
আমার দুচোখ থেকে চেয়েছো অতীত বেলা।
অনন্তে মিলিয়েছি আলোর কথা,
এখন অন্তস্রোত নির্দিষ্ট অন্ধকার বোঝে।
সন্ধ্যামেঘ বুকে রেখে-ছুটে বেড়িয়েছি
অফিস পাড়া, মেডিক্যাল হোম, টিউশনি –
আরও কতো জায়গা।
প্রকৃতি কর্তব্য বোধ মুক্তির পথ চেনায় নি আজন্ম কাল।
আজ তোমার হাতে অহেতুক জড়িয়ে যাবে
উজ্জ্বল নয় এমন কথাগুলো !
তবুও তুমি এক অসম্ভবের কাছে দুহাত বাড়িয়ে রেখেছো --
দ্যাখো –
গত কয়েক শতাব্দী ধরে,
ভোরের স্নিগ্ধতায় অজস্র তেতো অশৌচ ঢেলে দিয়েছে ওরা,
নাগরিক সভ্যতায় যারা বহুরূপী কিন্তু মানুষ নামের অপচয়।
এ মন দ্যাখো –
এই ক্ষয়ে যাওয়া দ্যাখো –
স্তব্ধতার গায়ে শিশিরের আল্পনা দ্যাখো –
এ উৎসর্গ দ্যাখো – এ
নিবেদন দ্যাখো -
সম্পর্কের বুননে জাগিয়ে চাইছো –
ভোর, চাঁদ, জোছনাময়ী সময়।
হে পুরুষ!
এমন মায়াময় বেলায় তুমি শুধু অতীতমুখী হয়েই থেকোনা। 


1 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন