আমরা যারা
সুনন্দা চক্রবর্তী
সেই মেয়েবেলা থেকেই শুনি-
নারী শরীরের বর্ণনা,মাপ,রংগ কত কিছু-
সুতনু,মোমের মত গায়ের রংগ,
কালো হরিণ চোখ,মেঘ বরণ কেশ. সব-
পদ্মিনি,শন্খিনী,কামিনী.
আর আমরা যারা মেয়েরা-
ফিগার নিয়ে মাথা ঘামাইনা,
রোজ ত্বক মার্জনা করিনা,কালো-কেলো- রূপের সাগর নই
-তাদের নিয়ে কেউ তো তোলেনা লেখনী.
আমরা যারা কথায় কথায ঝগড়া,তর্কে,যুক্তি তে মেতে উঠি,
লেখা লেখি করি,
স্বামীকে প্রভুত্ব করতে দিই না-বন্ধু মানি.
হাতে,সারিতে হলুদ ছোপ –
সেই রমনীর কথা কেউ বলোনি.
আমরা যারা তোমাদের হাতে হাতে মিষ্টি সংসার গড়ে তুলি,
কত কষ্টে সন্তানের জন্ম দি,
তাদের বড় করে তুলি-
নিজেকে ভুলে যাই.
তাদের পুরোপুরি কেউ বোঝোনি.
সুনন্দা চক্রবর্তী
সেই মেয়েবেলা থেকেই শুনি-
নারী শরীরের বর্ণনা,মাপ,রংগ কত কিছু-
সুতনু,মোমের মত গায়ের রংগ,
কালো হরিণ চোখ,মেঘ বরণ কেশ. সব-
পদ্মিনি,শন্খিনী,কামিনী.
আর আমরা যারা মেয়েরা-
ফিগার নিয়ে মাথা ঘামাইনা,
রোজ ত্বক মার্জনা করিনা,কালো-কেলো- রূপের সাগর নই
-তাদের নিয়ে কেউ তো তোলেনা লেখনী.
আমরা যারা কথায় কথায ঝগড়া,তর্কে,যুক্তি তে মেতে উঠি,
লেখা লেখি করি,
স্বামীকে প্রভুত্ব করতে দিই না-বন্ধু মানি.
হাতে,সারিতে হলুদ ছোপ –
সেই রমনীর কথা কেউ বলোনি.
আমরা যারা তোমাদের হাতে হাতে মিষ্টি সংসার গড়ে তুলি,
কত কষ্টে সন্তানের জন্ম দি,
তাদের বড় করে তুলি-
নিজেকে ভুলে যাই.
তাদের পুরোপুরি কেউ বোঝোনি.
1 কমেন্টস্:
khub valo laglo
একটি মন্তব্য পোস্ট করুন