২ এপ্রি, ২০১৪

রিয়া

এই দেশ আমার দেশ
রিয়া



দেশ এগোচ্ছে, এগোচ্ছি আমরাও।তবে মধ্যযুগীয়ও লেজ কিন্তু ছাড়িনি এখনও।আজও আমরা কন্যাভ্রুনের রক্তনিয়ে হোলী খেলি,আজও কন্যারা বিক্রি হয়, জোগায় বাবার নেশার টাকা, আর আজও ধর্মের দোহাই দিয়ে বিয়ে হয় পাথরের সাথে, গাছের সাথে।এরপর হয় ক্রীতদাসী, দেবদাসী, যোগিনী।তারপর কোন নাম না জানা নিষিদ্ধপল্লির চামেলি বাই।দেশ তো এগোচ্ছে, এগোচ্ছি তো আমরাও।

মিছিলে মিটিং-এ সৃজনে, ছন্দে মুখর আমরা,চায়ের কাপে তুফান তুলে আধুনিক আমরা। কিন্তু মেয়েদের যে ইচ্ছে ডানাগুলো , তাদের যে গোপন ব্যাথা? তার কি কোন যায়গা নেই এই আধুনিক সমাজে?যখনই তারা একটু মুক্তির আশায় আকাশের নীল খুঁজে বেড়িয়েছে, ঠিক তখনই নীল আকাশকে পুড়তে দেখেছে, আকাশের গায়ে আগুণ দিয়ে লিখেছে 'স্বাহা'। এখানে মুক্তো ভাবে ওড়ার কোন আকাশ নেই। যেখানে সতীর দেহ ফালা ফালা করে একান্নপীঠ হয়, সেখানে পুকুরে, নদীতে লাঞ্ছিতাদের লাশ ভেসে উঠবেই। ক্ষমতা, রাষ্ট্র, হিংস্রতা যে হাতধরেই পথ চলে।

সভত্যা যদি এই রকম হয়, তবে দিকে দিকে গৃহযুদ্ধ বাধুক। পলাশ, শিমুলের হাত ছেড়ে দিকে দিকে গাইতে হবে সত্যিকারের সভ্যতার গান। রাষ্ট্র আর পিতৃতন্ত্রের গর্ভগৃহ উপড়ে ফেলে গাইতে হবে শিকল ভাঙার গান।

" বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও..."

2 কমেন্টস্:

শমীক (জয়) সেনগুপ্তের কবিতারা বলেছেন...

taratari sesh hoa gelo...

Soumitra Chakraborty বলেছেন...

চমৎকার লিখেছেন। কিন্তু আরো কিছু বিস্তৃত পাওয়ার আবেদন রইলো। শুভেচ্ছা বন্ধু।

একটি মন্তব্য পোস্ট করুন