২ এপ্রি, ২০১৪

হরিশঙ্কর রায়

কালো
হরিশঙ্কর রায়



গত জীবনের আশীর্বাদে
যে আলো চোখে ফোটে
খুঁজি অহর্নিশ তাঁরে
প্রেমালাপটুকু শেষ হলে
দেখি অন্ধকার ।


ফাঁক থেকে যায় তালে
তবু হাতড়িয়ে ছুঁতে চাই
এই বুঝি তুঁমি !
নাহ্, আলো আসবে কী !

কালো থেকে কালোর কিনারেও

যেতে পারিনি ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন