২ এপ্রি, ২০১৪

গৌতম সেন

একটি নিরুদ্দেশ কাহিনী
গৌতম সেন


যখন স্কুলের গন্ডিটা সসম্মানে উতরানো গেল
জীবনের গায়ে তখন নতুন জামার গন্ধ,
কৈশোর চুপিচুপি শুরু করেছে প্রেম-ভালবাসা
যৌবনের সাথে, ভাঙন ও ধরল কখন কে জানে
শুরু হল একা যৌবনের রাজ,
কিশোর আমি হারিয়ে গেলাম কখন অজান্তেই।
প্রলম্বিত এ জীবনযাত্রায় কেউ চিরসাথী নয়,
এভাবেই চলা আমার চলতে থাকল,
নতুন নতুন পথে, নিত্য নতুন পাথেয়র সাথে।
যা ছিল চলার নেশা, চলার আকর্ষণ –
বহুদিন পরে বোঝা গেল সে খুড়োর কল।
যতিচিহ্নর অবকাশহীন এই চড়ৈবতি নীতি
একে একে নিয়ে চলে গেছে বিনা অনুমতিতেই
শিশু, কিশোর, তরুণ, যুবক আমাকে- ধাপে ধাপে।
একমুখী এই রাস্তায় চলা যদি জীবন হয়
ফিরে আসা যায় না তো অতীতের কোনও প্রিয়ক্ষণে আবার,
বড় জোর ঘাড় ঘুরিয়ে পিছনে একটু চেয়ে দেখা।
পথ এগিয়ে চলে, পিছনে কুজ্ঝটিকা ঘন থেকে ঘনতর হয়।

অন্তিমের প্রতিক্ষালয়ে আজও এই রোমন্থন
জীবনের এক চিরন্তন নিরুদ্দেশ কাহিনী। 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন