দুই কবিতা
ইন্দ্রানী সরকার
(১)
রঙিন বসন্ত
রঙিন বসন্ত
শীত বিষণ্নতার
হাওয়া সরিয়ে দিয়ে
এলো ফাগুন
আমার ঘরের দুয়ারে ।
কোকিলের কুহু ডাকে
আকাশ বাতাস মুখরিত
আর মনের আকাশেও
রঙিন বসন্ত বিহারে ।
গাছে গাছে নব কিশলয়,
সবুজের সমারোহ
আনে আমার মনে সজীবতা,
চঞ্চল মন হল উদাসী ।
মহুয়া বনে অলি গুনগুন
দুই পায়ে নূপুরের নিক্কন
আনন্দে ভরে এই তনুমন
ভালোবাসার পৌর্ণমাসী ।
আকাশে ফাগুনের রঙ
বাতাসে তোমার বাঁশি
তোমারি রঙে রেঙে
তোমায় আমার পাওয়া |
মিলিয়ে নাও সব রঙ
চেয়ে নাও আরো রঙ
গুনে নাও যত স্বপ্ন
মনে তোমার ছোঁয়া ||
(২)
জোছনায় নামে ঝর্ণা
কাল রাতে গৃহত্যাগী জোছনা .....
ওই যে গো সেই কবিতাটা পড়নি ?
হ্যাঁ তাই বলছিলাম,
কাল রাতে গৃহত্যাগী জোছনা
নেমে এল আমার ব্যালকনি বেয়ে |
অস্পষ্ট তার মুখ ঘোমটায় ঢাকা
তার বুকে যেন পাহাড়ি শুন্যতা
আমি দরজা খুলে দিই,
একরাশ আলো নিয়ে সে ঢুকে পড়ে
ঘোমটা খুলে দেয়,
আমি অবাক চেয়ে থাকি !
জোছনা বেয়ে নেমে আসে পাহাড়ি ঝর্ণা |
আমি সেই গানটা গেয়ে উঠি,
‘ঝর্ণা, ঝর্ণা, সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!’
1 কমেন্টস্:
খুব ভালো লাগলো দুটো কবিতাই,ইন্দ্রানী।
একটি মন্তব্য পোস্ট করুন