২ এপ্রি, ২০১৪

তুষ্টি ভট্টাচার্য

নারী দিবস
তুষ্টি ভট্টাচার্য


নারী দিবসে একটা গোলাপ দিও কেউ
কাঁটা বেছে সুক্তো করব খানিক
নারী দিবসে একটা চাবুক দিও কেউ
পুরনো দাগটা ফিকে হয়েছে অনেক
নারী দিবসে একটা কবিতা দিও কেউ
ঘুম পারানি গান শিখে নেব
নারী দিবসে একটা শিকল দিও কেউ
নূপুর করে পায়ে বেঁধে নেব ...

2 কমেন্টস্:

Pranab Basu Ray বলেছেন...

তীব্র কশাঘাত ।

Soumitra Chakraborty বলেছেন...

ভালো লিখেছেন। পাড়ানি বানানটা ঠিক করে নেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন