নারী দিবসে একটা গোলাপ দিও কেউ কাঁটা বেছে সুক্তো করব খানিক নারী দিবসে একটা চাবুক দিও কেউ পুরনো দাগটা ফিকে হয়েছে অনেক নারী দিবসে একটা কবিতা দিও কেউ ঘুম পারানি গান শিখে নেব নারী দিবসে একটা শিকল দিও কেউ নূপুর করে পায়ে বেঁধে নেব ...
প্রেরণা অনলাইনের পরবর্তী সংখ্যা প্রকাশের সম্ভ্রাব্য তারিখ আগামী ২৮শে জুন ২০১৪, লেখা পাঠান preronaweb@gmail.com মেলে ২০শে এপ্রিল-এর মধ্যে। নতুন বছরে নতুনরূপে প্রকাশ পাবে “প্রেরণা অনলাইন”। সঙ্গে থাকুন, সাক্ষী থাকুন।
এফবি কমিউনিটি বা অন্য কোথাও প্রকাশিত লেখা আমরা গ্রহন করি না। সদ্যজাত লেখা নিতেই আমরা বেশি আগ্রহী।
2 কমেন্টস্:
তীব্র কশাঘাত ।
ভালো লিখেছেন। পাড়ানি বানানটা ঠিক করে নেবেন।
একটি মন্তব্য পোস্ট করুন