২ এপ্রি, ২০১৪

প্রণব বসুরায়

গুচ্ছকবিতা
প্রণব বসুরায়


( এক )
আঁচ উথলোয় মনে থাক,
সুপ্ত অভিজ্ঞানে...
ডাক এলো যেই বনে উতলা জংশনে ......
বৃষ্টি ভিজল তক্ষুণি, সেই ক্ষণে

ঈষৎ বাতাস বহে ফিসফিসিয়ে কহে...
ফিরলো কি কেউ ঘরে আলোর অন্ধকারে !

( তিন )
খুব হাঁকাহাঁকি শুনে,
সে, ধীর পায়ে দরজা খুলল।
নেমে এল উঠোনে।
দাঁড়াল লোকটির দিকে না তাকিয়ে।
মুখ নিচু করে।
শুনল সব, নিজে থাকল নিরুচ্চার।
দম নিতেই হয়ত, হাঁকাহাঁকিতে ক্ষণ-বিরতি নামল।
সে, আবার ধীর পায়ে উঠোন মাড়িয়ে,
সিঁড়ি মাড়িয়ে ঘরে উঠে গেল।
আগল দিল না---

( চার )
পুড়িয়েছি গা জলে ঢেকেছিও বল্কলে...
আঁধার নিকষ কালো মন্দ কি?
তা-ও ভালো
সূর্য ওঠার আগে দন্ড সাজাই ভাগে...
সজ্জা যে চাই নিজেরও বাহ্য সাজাই, ভিতরও

( পাঁচ )
আমাকে এ ঘরে একলা বসিয়ে
সে চলে যায় হাওয়া-পথে,
তবু টের পাই খুব,
ছায়া ছায়া...
আছি, যদি থাকা বলো একে
আরও কিছু শব্দের কারুকাজ বাকি থেকে গেল—
থাক...
ততটা সম্পন্ন আমি নই



4 কমেন্টস্:

Pranab Basu Ray বলেছেন...

মুদ্রিত দেখে ভাল লাগছে। যুক্ত সবাইকে ধন্যবাদ।

Pranab Basu Ray বলেছেন...

তবে লাইন সাজানোয় গোলমাল হয়েছে, বিশেষ ক'রে প্রথম কবিতায়...

Pranab Basu Ray বলেছেন...

আঁচ উথলোয় মনে
থাক, সুপ্ত অভিজ্ঞানে...
ডাক এলো যেই বনে
উতলা জংশনে ......
বৃষ্টি ভিজল তক্ষুণি, সেই ক্ষণে

ঈষৎ বাতাস বহে
ফিসফিসিয়ে কহে...
ফিরলো কি কেউ ঘরে
আলোর অন্ধকারে ! ...এটাই হওয়া উচিৎ, না হলে অর্থহীন লাগে।

Pranab Basu Ray বলেছেন...

কপি দেখুন--- (দুই)
"ঈষৎ বাতাস বহে
ফিসিফিসিয়ে কহে...
ফিরলো কি কেউ ঘরে
আলোর অন্ধকারে !"

এই রকম ছিলো--এটা মারাত্মক ভ্রম...সম্ভব হলে সংশোধন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন