২ এপ্রি, ২০১৪

কাশীনাথ গুঁই

ট্রাপিজ
কাশীনাথ গুঁই


সার্কাসের ক্লাউনটা মাতিয়েছে এরিনাটা।
হাততালির বহরে জীবনের ঝুঁকি নিচ্ছে অক্লেশে-
মাষ্টার খেলোয়ারও মাথা নিচু ক’রে দেখে।

পয়সা উসুলে মরিয়া দর্শকরা যাচ্ছে ভুলে-
ওরও শরীর আছে আমাদের মত রক্তেই ভ’রে।
ওর মনটাও ভালবাসতে জানে ভালবাসা খোঁজে।

পাদপ্রদীপের আলো যখন বিশ্রাম নিল
তাঁবুর কোনে ওর আগামীর প্রস্তুতি ঘুমটা কেড়েছে তখনও।

নতুন কায়দাতে লোক হাসাতে হবে নাহলে মজুরী কমবে।
নতুন শিহরনের জোগান দিতে ঝুঁকির পাহাড়ে চড়ে-
বিনা জালে ট্রাপিজের কসরতে শ্বাসরুদ্ধ করে দর্শক মজাতে হবে।

একচুল ভুলে জীবন সমাপ্ত হলে হবে তবু এগোতে হবে-
রাতে মদিরা মাংস তবেই মুফতসে মিলবে নারীদেহের সাথে।



1 কমেন্টস্:

Gautam Sen বলেছেন...

আমায় মুগ্ধ করল এ কবিতার জলজ্যান্ত সত্য, এক কঠিন জীবনবোধের কাহিনী। খুব মনোগ্রাহী লেখা। - গৌতম সেন।

একটি মন্তব্য পোস্ট করুন