২ এপ্রি, ২০১৪

সেখ সাহেবুল হক

অসমাপ্ত
সেখ সাহেবুল হক


প্রেমে পুরুষেরা দেবত্ব খোঁজে বলেই
তোমার নাম দিয়েছিলাম দেয়াসিনি...
কাঁচের বোতলে জোনাকি পুষে
নীল রঙে ভরা মেহফিল
শেষরাতে পানপাত্রের নাম সূর্যশিশির...
পৌষের সকালে রোদ খুঁজতে গিয়ে দেখছি
ঘাসের শিশিরে তোমার চলে যাওয়া।
এঁদো পুকুরের আলোআঁধারিতে
কচুরিপানার স্তন খামচে ধরে ফড়িং -
ছাতিমছায়া ভেজা মন্দিরে পাথরের বিগ্রহ হয়েছি।
নিঃশব্দতা মাড়িয়ে জয়োল্লাসের পালকিতে
লাল শাড়ি প্রেম আসেনা -
প্রেমে অনেক দেবতারা পাথর হয়ে বাঁচেন
অভিশপ্ততা দাঁড়িয়ে থাকে স্থাপত্যের বুকে...
ভালবাসতে না জানা কৃষ্ণচূড়ার পায়ে সাজানো
একটি বসন্তও চাইবো না।
বাবলা ফুল নদীর বুকে ঝরে -
চশমার ফ্রেমে দেখা পরিযায়ী ডানায়
শহর গল্প বলে...
তোমার প্রিয় পঙক্তিরা শেষ লিখতে শেখেনি।

1 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন