আমাদের দু’ চার কথা
কাশীনাথ গুঁই
কাশীনাথ গুঁই
কেটেই গেল শীতের জড়তা। বাসন্তী বাতাস আসতে খানিক দেরী হল এবার। তাতে কি আর ফুল ফোটা আটকায় - সে ফুটেছে আপন খেয়ালেই।ভোটের দামামা আর চিরন্তন নাটকেও সেই ট্র্যাডিশন সমানেই চলেছে। চলেছে অবাধ সামাজিক অপরাধ - সেও আপন গতিতেই-তার মাঝেই এল 'আন্তর্জাতিক নারীদিবস'। গাল ফুলিয়ে এই একটা দিনেই নারিমঙ্গলের কত বুলি কাঁপালো সভাঘর,ঈথার। সেদিনে কি ঘটেনি কোথাও নির্যাতন, কে রাখে তার হিসেব। তবুও দিনপালনের এই খেলা চলবেই- সারা মাস ধরে,বছর ধরে ঢক্কানিনাদে যেন ভুলে থাকা ছাড়া সমস্যা মেটানোর পথই নেই!
প্রকৃতি এসবের ধার ধারেনা তাই তার লীলা চলমান। তাই আবীরে রাঙাবো তোমা সবে - মনের মাতোয়ারা হবার আড়ালেই জমে উঠবে আরেক খেলাওরব - নিশা অবসানে পত্রিকার কলমে বা হেডলাইনে গড়ব অন্য ইতিহাস।
না, বড়ই নেতিবাচক হয়ে গেল এবারের কলম। কিন্তু চোখ ঢেকেও যে কান্নার শব্দ শুনি তা এড়াই কিভাবে!
চলুন সেই পথটাই খুঁজি আবার সুস্থ সৃষ্টির অবয়বে। যা নজর আর মনকে মুক্তি দেবে আমাদের এই অন্তর্জাল পত্রিকার সুস্থ সমাজের স্বপ্ন দেখার কারিগরদের কলমে উদ্ভাসিত।
ভাল থাকুন,ভাল রাখার শপথে মেতে উঠুন আবিরের সুগন্ধে।
আপনাদের ভালবাসা ধন্য -
কাশীনাথ গুঁই।
প্রকৃতি এসবের ধার ধারেনা তাই তার লীলা চলমান। তাই আবীরে রাঙাবো তোমা সবে - মনের মাতোয়ারা হবার আড়ালেই জমে উঠবে আরেক খেলাওরব - নিশা অবসানে পত্রিকার কলমে বা হেডলাইনে গড়ব অন্য ইতিহাস।
না, বড়ই নেতিবাচক হয়ে গেল এবারের কলম। কিন্তু চোখ ঢেকেও যে কান্নার শব্দ শুনি তা এড়াই কিভাবে!
চলুন সেই পথটাই খুঁজি আবার সুস্থ সৃষ্টির অবয়বে। যা নজর আর মনকে মুক্তি দেবে আমাদের এই অন্তর্জাল পত্রিকার সুস্থ সমাজের স্বপ্ন দেখার কারিগরদের কলমে উদ্ভাসিত।
ভাল থাকুন,ভাল রাখার শপথে মেতে উঠুন আবিরের সুগন্ধে।
আপনাদের ভালবাসা ধন্য -
কাশীনাথ গুঁই।
2 কমেন্টস্:
ছোট্ট সম্পাদকীয় লেখার গুনে এক সুন্দর বক্তব্য কে পরিবেশিত করল। ভাল লাগল, আমার এই প্রথম সফর প্রেরণার পাতায়। ভাল লাগল খুব এর এই পরিণত, পরিশীলিত রূপ দেখে। আশা রাখি অচিরেই এর এক লক্ষণীয় উন্নতি চোখে পরবে। - গৌতম সেন।
কান্না কে বাদ দিয়ে তো হাসি আসবে না। চমৎকার লিখেছ বন্ধু।
একটি মন্তব্য পোস্ট করুন