নারীদিবসের গান
পূর্বা
কাকভোরে উঠে পড়া, কাক স্নানে অশুচি স্খালন
হুটোপুটি রান্নাঘর; হুটোপুটি সংসার পালন।
ভিড় ঠেসে বাস ট্রেন, অঙ্গ ঠেসে কেউ চাখে সুখ
কর্মক্ষেত্রে কেউ কেউ 'গভীরে যাও' শোনাতে উন্মুখ।
এ ঘটনা রোজকার, মাঝে একটি-দুটি অঘটন
মোমবাতির বিক্রি বাড়ে, ঘরে বাড়ে তীর্যক বচন।
তিন'শ চৌষট্টি দিন নাড়ী বয় নরকের টানে
নারীদিবসের গান জানি না কি মানা বয়ে আনে।
পূর্বা
কাকভোরে উঠে পড়া, কাক স্নানে অশুচি স্খালন
হুটোপুটি রান্নাঘর; হুটোপুটি সংসার পালন।
ভিড় ঠেসে বাস ট্রেন, অঙ্গ ঠেসে কেউ চাখে সুখ
কর্মক্ষেত্রে কেউ কেউ 'গভীরে যাও' শোনাতে উন্মুখ।
এ ঘটনা রোজকার, মাঝে একটি-দুটি অঘটন
মোমবাতির বিক্রি বাড়ে, ঘরে বাড়ে তীর্যক বচন।
তিন'শ চৌষট্টি দিন নাড়ী বয় নরকের টানে
নারীদিবসের গান জানি না কি মানা বয়ে আনে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন