২ এপ্রি, ২০১৪

অনুপ দত্ত

মুক্ত বেনী পিঠে সে মেয়ে
অনুপ দত্ত


মার মমতা স্বচ্ছলতা মাখা মুখ
সে মেয়ে৷
অজন্তা ইলোরা প্রথিত শ্যামাতন্বী
সে মেয়ে৷
ময়নাপাড়া মাঠে মুক্তবেনী পিঠে
সে মেয়ে৷

ভালবাসা কি জানে নির্ভুল কি যাচে
সে মেয়ে৷
কত হবে তার,কুড়ি বা অজন্তা হাজার
সে মেয়ে৷
ভালবাসা ভাঙ্গে বেদনা সে কি জানে
সে মেয়ে৷
ঘুনধরা একসমাজ কতটুকু জানে
সে মেয়ে৷

মু্ক্তবেনী পিঠের পরে ময়নাপাড়া হাটে
এখন যে আর হাট বসেনা৷
দিঘীর কোনে মেঘ জমেনা৷
কাঠ পিঠাতে আছাড় পেরে
ধান ভাঙ্গে না পল্লীবালা৷
চৈত্রমাসে শিং ফোঁটেনা পিঠের চামে৷
কেঁচো দিয়ে বঁড়শী ছিপে মাছ ওঠেনা এখন জলে৷
বনভোজনে চুরি করা মাংস খাওয়া মারামারি বন্ধু মিলে৷
আম করালী তেঁতুলছড়া শাড়ী কোঁছায় গুছিয়ে রাখা৷

এসব এখন মেলে না যে৷
সত্যি কি, এসব জানে কি
সে মেয়ে৷



2 কমেন্টস্:

Gautam Sen বলেছেন...

অন্য ধরণের অনন্য স্বাদের এক লেখা- পড়ে ভাল লাগে। - গৌতম সেন

শমীক (জয়) সেনগুপ্তের কবিতারা বলেছেন...

এই ত অনেকদিন বাদে বেশ জম্পেশ লেখা পড়লাম

একটি মন্তব্য পোস্ট করুন