২ এপ্রি, ২০১৪

রীতা ঘোষ

নারী
রীতা ঘোষ


তুমি বিদুষী , তুমি মহীয়সী , তুমি রূপসী
বিধাতার অদ্ভুত সৃষ্টি , তুমি নারী ।
তুমি শান্ত , তুমি স্নিগ্ধ , তুমি শর্মিলী
মহিষাসুরমর্দিনী , তুমি চণ্ডী , তুমিই কালী ।
তুমি সীতা , তুমি সাবিত্রী , তুমিই বেহুলা
মাতা কুন্তী , স্ত্রী গান্ধারী , অভাগী ঊর্মিলা ।
তুমি দুহিতা , তুমি ঘরণী , তুমিই মাতা
তুমি বন্ধু , তুমি ভগিনী , প্রিয়তমা ।
তুমি দেবদাসী , তুমি ধর্ষিতা , তুমি পতিতা
তবু তোমার ভিটের মাটিতেই মায়ের আস্থা ।
তুমি প্রেম , তুমি পূজা , তুমি অনন্যা
তোমায় পেয়ে সমাজ সংসার ধন্যা ।

তোমার রূপেই আঁধার ঘুচে আলো
তোমার গুণেই খারাপ যত ভালো ।
তোমার পুণ্যে সুখের প্রদীপ জ্বলে
তোমার পাপে ধরা রসাতলে ।
তোমার বিচার , তোমার বুদ্ধিমত্তা
তোমার শক্তি , যুক্তি, তর্ক , স্বত্বা ।
তোমার হাসিতে লুকোনো বোবা কান্না
তোমার ছোঁয়ায় ভালোবাসার বন্যা ।

পুষ্প যেমন অপরের তরে নিজেরে বিলায়
তোমার জীবন উৎসর্গ স্নেহ মমতায় ।
উজাড় করে সর্বস্ব ভরাও সংসার
তোমার গর্ভেই নড়েচড়ে উত্তরাধিকার ।
তোমার সহ্য , তোমার ধৈর্য , আদর - যত্ন
হায় ! পুরুষ তান্ত্রিক সমাজে আজও পণ্য ।
লাঞ্ছনা , গঞ্জনা , অবহেলা , অনাদর
তবুও সফল যাত্রাপথে উন্নত তব শির ।

ক্ষমা , ত্যাগ , আহিংসা , সত্য প্রচারে তোলো আওয়াজ
তোমার পদক্ষেপই আনবে বিপ্লব , বদলে দেবে সমাজ ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন