২৩ মে, ২০১৪

শমীক জয় সেনগুপ্ত

গুচ্ছ কবিতা -১
শমীক জয় সেনগুপ্ত



পাগলামি


আমায় নিয়ে ভাসতে থাকে বাঁশুরিয়া উদাস দুপুর...
একটু আমি নষ্ট হব, একটু না হয় হব মধুর।
আমায় নিয়ে ভাবছে এখন স্বপ্ন বোনা শহুরে মুখ;
একটু ভাগাভাগির দুঃখে ভুগছি একাই সুখের অসুখ।
বৃষ্টি পড়ছে-
এ ঘর ও ঘর চাতাল পাতাল
মনও দেখি উতল হচ্ছে।
ওখান থেকেই প্রথম যদি ভাবাও আমায় মনময়ুরী-
দিব্যি করে বলছি তবে,
তোমার জন্য আকাশগঙ্গা নিজের হাতেই করবো চুরি।
তখনই মন রঙীণ হবে।
এখন দেখি বসন্ততে রোজই একটু নতুন আমি,
মাতাল আমার ইচ্ছেগুলো-
বাতুল আমার এ পাগলামি।



নিজের মানুষ


আমার বয়স এখন রজতগিরির শুভ্রতাকে স্পর্শ করেছে-
ঠিক আমার নিজের মানুষটার মতই।
সে আমার সমবয়সী কারন আমি তাকে
জন্ম থেকেই নিজের সঙ্গে নিয়ে বেড়ে উঠেছি।
যেমন বেড়ে চলেছে ঝড়ের সাথে সাথে আমার হৃদস্পন্দন-
আর আমার নিঃশ্বাসের উষ্ণায়নে রোজ ভোর হয়;
রোজ সন্ধ্যা নামে-
চাঁদ আর সূর্যের দ্বৈরথে মন ছিন্নভিন্ন হয়।
আর রজত শুভ্র এই বয়সে বুকে চেপে ধরা প্রলাপ
রোজ ভেজে বৃষ্টির সাথে।
তাকে কেউ দেখে না...
কেউ ভেজে না তার ছাঁটে-
শুধু আঁকড়ে ধরা গীতবিতানের ৯৭ পাতায়
আমার সমবয়সী দোসর
আমার সাথে দুঃখ ভাগ করে নেয় ।।
বৃষ্টিতে ভিজে আমি আর আমার কথারাও
সার্ধ-শতক পেড়িয়ে চলে আসি।।




শুভ্রদীপ্ত


আমার বোহেমিয়ান মন
আর বৈধব্যের জীবন সব-
সূর্যোদয়ের প্রতীক্ষায়
ক্লান্তি ছুঁতে চায়।
আকাশে ভাসছে মেঘ
আর মন গাইছে-
দেখি নাই কভু দেখি নাই
এমন তরনী বওয়া-
বারবার শুধু অগ্নিবাণে ঝাঝরা হয়েছি..
আমায় কিন্তু বর্ষার গান শোনাবে বলেছিলে!!
মনে আছ?
মনে নেই, মনে পড়ে না..
মনে রাখা শুধু যাতনা।
ডুবে যাওয়া সূর্য কথা রাখেনি।
আবার উঠবে যে তারা
দিনের শুরুতে, সেও রাখেনি কথা ।
তাই সন্ধ্যায় আমি শুভ্রদীপ্ত হব।।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন