৩ সেপ, ২০১৩

কবিতা - সৌমিত্র চক্রবর্তী



মহাভোজ
সৌমিত্র চক্রবর্তী


বুনো কুকুরগুলো থাবা চাটছে,
পাকস্থলীতে লাফালাফি করছে
সদ্য চালান হওয়া কাঁচা মাংসদল ...

গোল বৃত্তের মাঝখানে শীতার্ত
কালচে হয়ে যাওয়া মুখগুলো বলিরেখায় কম্পমান,
যদিও ওদের শংসাপত্রের বয়স সবুজ ...

ইতিমধ্যেই কয়েকজনের ল্যাজামুড়োয়
প্রাতরাশ জমে উঠেছিল শ্বাদন্তবাহীদের,
জমে উঠছে বহু উপোসীর মহাভোজ উৎসব ...

দ্রুত জঙ্গলবসত মিলিয়ে যাচ্ছে
ঠাকুরমার ঝুলির পোকাকাটা পাতার ভাঁজে,
জিভ বের করা বুনোকুত্তার লালা গড়ায়...


অতিবিপ্লবীর ছদ্মতকমা খোলস ছেড়েছে,
যৌনরস পৃক্ত শ্বাপদমস্তিষ্ক ক্ষণিক বিশ্রামে,
ঘন্টার অপেক্ষায় কান খাড়া মহাবলি উৎসব।

1 কমেন্টস্:

SAYAN,blogbuster! বলেছেন...

খুব ভাল একটি লেখা

একটি মন্তব্য পোস্ট করুন