আগুনের বনজ পাখি
ওয়াহিদ জালাল
তখন আমার পাশ ঘেঁষে
একটুকরো আগুন মৃদু পায়ে হেঁটে যাচ্ছিলো
আমি পতঙ্গের মতো পাখনা ভিজিয়েছি
তার গলেপড়া শরীরে ।
পৃথিবী ততক্ষণে
নষ্ট ডিমের মতো ঘুমিয়েছিল
আপন শরীরের উপর
বাতাসগুলো অনলে-চুম্বনে অধীর !
আমি শুধু একা
ভুবন পুড়া গন্ধে ডুবেছিলান
সাহসের আড়ালে
শুকনো নরম জিজ্ঞাসার মতো ।
যে আগুন
সম্মুখের দিকে যাচ্ছে
তার শরীরের গরম ভরসা
ছায়ার হয়ে ছায়ায়,
আদিম মানবতার উপর
হুমড়ি খেয়ে পড়ে সত্যের সম্ভাবনা,
আর নগ্ন স্তনে তার ভিজানো বারুদ
দিয়ে মাখিয়ে দিয়েছে চিতার সভ্যতা !
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন