৩ সেপ, ২০১৩

কবিতা - রাজেশ চন্দ্র দেবনাথ




মিছিল
রাজেশ চন্দ্র দেবনাথ


নীরব সংশয় প্রতিটি
সৃষ্টির শেষে ।
বারবার সংকল্পের বারান্দায়
                         কপাল ঠেকিয়ে
মুছে যাই মিছিলে ।
রূপক রাতের নিঃশ্বাসে
জাবর কেটে যাবতীয় কান্না ক্রমশ এলিয়ে থাকি রোগাক্রান্ত মেঘে ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন