অভিশাপ
রাজর্ষি মজুমদার
অভিশাপ দেখেছ কখনও?
একসময় ওটা নিজের ছিল, বেশ আপন।
দুর্ভাগ্যের মতই ছিল পদক্ষেপ।
সেখানে খুচরোরা লজেন্স হতে পারতনা।
অভিশাপ দেখনি বোধ হয়।
ওখানে পিঁপড়েরাও পাসপোর্ট পেয়ে থাকে।
আজ আর কেউ অভিশাপ দেয়না।
দুর্ভাগ্যের নমুনাগুলো নিয়ে খারাপ নেই।
তবুও অশোক কিংশুকের বেড়ার ওপারে বাড়ি বানাই।
তখন যেমন চেয়েছিলুম তেমন হয়ত হয়না।
শেষ পর্যন্ত যা হয়েছিল, তাকে স্মৃতিসৌধ বলা চলে।
অভিশাপ নয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বুকের ভেতর কয়েকটা হাতুড়ি হৃদয় পিটছে।
মৃত্যুর জাগরণ থেকে বোধহয় উদ্ধার পেয়ে যাব।
কিন্তু ঘামগুলোর হাট থেকে এজন্মে নিস্তার নেই।
মে মাসের দুপুরগুলো আমার কাছে অভিশাপ।
পরমার্থ লাভের উদ্দেশ্য থেকে আমায় সরিয়ে দেয়।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন