কড়া
অলক বিশ্বাস
তুমি থাকলেই রাত্রি দীর্ঘ হয়
চুপিচুপি ফুরোয় সময়
ঘেরা মশারিও জেনেছে স্থির,
ভালোবাসি আসলে তোমায়।
এই তো আমার মুখে রেখেছো দু’চোখ ছায়া
আলোছায়ায় উদ্বেল ভরছি চিত্রপট
ছুঁয়ে ছুঁয়ে তোমাকে সাজাই
চুম্বনে বুকেতে উপুড় করে মায়া।
প্রণয়ের দাগ কেটে চলি
মাতলামি বেহিসেবী খেলায়
চলে আসি আরও কাছাকাছি
ভাঁজে ভাঁজে তোমাকেই খুলি
ঘুমিয়ে বেঘোর পাড়া
চাঁদ সরে যায় এবং হারায়
আমাকে আগলে রাখো বলে
ব্যর্থ হয় হাজার কড়া নাড়া।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন