৩ সেপ, ২০১৩

কবিতা - শামীম পারভেজ



তুমি আমার শুধু আমার
শামীম পারভেজ


যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল
নানান রঙের ফুল
মৃদু হাওয়ায় সেগুলো দুলছে
সুবাস ছড়িয়ে চলেছে সর্বত্র
এরই মাঝে লুকিয়ে আছো তুমি
লুকুচুরি খেলছো
তোমার চেয়ে সুন্দর ফুল এখানে আর নেই
আর আমি খোঁজে বেড়াচ্ছি তোমায়
তবুও দৃষ্টিতে পড়ছোনা
ভালবাসার বর্শিতে পড়ছোনা ধরা
তুমি যতই কষ্ট দাও
বেদনা আর যন্ত্রণা দাও
তবুও আমি বর্শি ফেলতে থাকবো আমরণ
এই ফুল বাগে যতদিন না তোমাকে পাই
তুমি আমার শুধু আমার.........।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন