৩ সেপ, ২০১৩

সম্পাদকীয় - ১ম বর্ষ, ৫ম সংখ্যা


সম্পাদকীয়

প্রেরণার উৎসবে দুচার কথা


কিছু অসুবিধা কাটিয়ে উঠেও আমাদের পরিবারের সকলের প্রিয় "প্রেরণা অনলাইন" ওয়েবম্যাগ আজ প্রকাশিত হল আপনাদের শুভকামনা আর সহযোগীতা সাথী করেই। গ্রীষ্মের দাবদাহ পাড়ি দিয়েও আষাঢ় গগনে তেমন দেখা মেলেনি কাজল কাল মেঘের। মনে তাই ভাবনা এসেছিলো বৈকি – কি জানি কি হয়। কিন্তু - না আর কোন কিন্তু নেই।ভাদ্রের দিনের ভাবনা যতই বসুক জাঁকিয়ে আমরা মাতবই উৎসবে- ঝড় উড়িয়েছে ঘরের চাল, বানভাসি হয়েও থামেনি মনের তানে তানপুরার আলাপন।কবির কবিতা আর সাহিত্যের সব শাখা-প্রশাখাই নেচে উঠল তাই প্রেরণার হাতে হাত মিলিয়ে। চলুন আমরা এগিয়ে চলি উৎসবের প্রস্তুতিতে একসাথেই।


এবারের সম্পাদকমণ্ডলীঃ

সুমিতরঞ্জন দাস।
ইমেল নায়ীম।
সায়ন দে।
দেবী রায়।
কাশীনাথ গুঁই।

প্রেরণা-কবিতা প্রতিযোগীতায় যারা সম্মানিত হয়েছেনঃ

পর্ব -৩
বিষয়- কে আমি।
১ম- সুদীপ্তা চ্যাটার্জী বুয়া।
২য়- ঋত্বিক দাশশর্মা।
৩য়- সর্বজিত সরকার।

পর্ব -৪
বিষয়- ছোটবেলা।
১ মাত্র বিজয়ী- সুদীপ্তা চ্যাটার্জী বুয়া।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন