৩ সেপ, ২০১৩

কবিতা - সায়ক চক্রবর্তী



বেঁচে ওঠো স্মৃতি
সায়ক চক্রবর্তী


যেভাবে বেঁচে আছি ; এটা কোন থাকা নয় –
দু একটা লাউডগা চাল বেয়ে নামবে,
চকির পায়ার তলে গড়াগড়ি দিবে তোমার
বহু বছরের চেনা ফেটে যাওয়া পা,
তারপরই মনে হতে পারে বেঁচে আছি
তোমার ওই বাসি শাড়ীর গন্ধে।
মাঝে মাঝে মনের বাসর ঘরে মনে হয়
জ্বলে ওঠে দাবানল
থেমে যায় রাত
ঝড় বয়ে যায় বুকে একটুকু সময়ের জন্য।
যেভাবে বেঁচে আছো তুমি ; এটা কোন থাকা নয় –
ফিরে দেখো কলপাড়ে এঁটো বাসনের স্তুপ
বেজে ওঠে বেহালার মত।



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন