আমাকে
সুজন ভট্টাচার্য
আমাকে নিবিড় করে এনেছ ভূমিতে ,
প্রথম আলোর সাথে সহজ যে গান
কিশোরীর মনে আনে সংকেত ভোরে –
তার মত করে
আমাকে মিশিয়ে নাও
তোমার আঁচলে ।
কোন পথ আমারি সে ছিল
কতদূরে রাখা ছিল কুটিরে- ঠিকানা –
আর কোন দায় নেই তার
খুঁজে নেবে বলে এক আপামর শেষ ।
যতটুকু পেয়ে যাওয়া দুহাতের কোষে
যে সব আলোরা তবু অকাতরে লীন,
বড় বেশি ভালবেসে তারাও আমার ।
তোমার ভূমিতে এসে অ-পাপ সকাল
যা কিছু আমার নয়- আমাকেই দিল,
যা আছে আমার হয়ে- সামান্য যা সব
সবকিছু তুলে নিল ভোরের থালায়..
অতীত - কাহিনীক্রমে হাজার ধূলো
তাদেরও যাত্রার ডাক শালিকের পথে,
অশথের ডাল ছুঁয়ে যে মননের বাসা
তাকেও উজাড় করে মোহানার বাঁকে
আবার নতুন করে আকাশকে চেনা ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন