অন্য কোন নন্দিনী
শমীক সেনগুপ্ত
ভালোবেসে,ঠাকুর পড়ে ডাকলো যে কেউ "নন্দিনী.."
আমি কিন্তু আসলেতে চিলেকোঠার বন্দিনী ।
শর্ত অনেক নিয়ম প্রচুর...তাকেই ভাঙি রঙ্গে;
সব কিছুকেই মেনে নিয়ে মনও চলে সঙ্গে।
আমি কিন্তু পাশবালিশে লুকোইনা মুখ-
সুখের খোঁজে চোখ ভেজে না ,
যায়না মাথা অন্য কোন বুকে-
আনন্দে মুখ ঝলমলিয়ে হাসে
বাসে ভালো মান-অভিমান মন
ইচ্ছেগুলো কখনো বা নিচ্ছি কোথাও টুকে ।
ওরা আমায় পাগল বলে, হয় ত' আমি পাগল-
আঁটকে থাকা বন্ধ মনের খুলতে যে যাই আগল;
সন্ধ্যা হলে দিয়া জ্বেলে,ভাসাই নীলে হৃদি-
ভাসে দেয়া আকাশেতে, সূর্য না ছোঁয় যদি ।।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন