স্বর্ণযুগ
শর্মিষ্ঠা ঘোষ
শ্লোগানগুলো হাতফেরতা হতেহতে গান হতে পারতো
ঝাঁকে ঝাঁকে গুলির আওয়াজ নাড়িয়ে দিলো বদলে দেয়াল
যা কিনা কোনো বিপ্লবের বাপের নিজস্ব ছিলোনা
আমাদের বাপ পিতেমো' টগবগে যুবককালে ফিরে যাচ্ছেন
মায়েদের মেটেহাঁড়ির গল্প যেমন শুনেছে রাইসকুকার
বিশদ হবার বিপজ্জনক অভ্যাস সিন্দুকে রেখেছেন কাল্ঠাকুর
সন্ধ্যের পর গোস্বামী বাড়ির চৌকাঠে গান বসে না
কারাযেন ছাপাখানা করেছে সেখানে আজকাল
জনশ্রুতি সেখানে ছাপা হয় স্বর্ণযুগের দিস্তে দিস্তে ইস্তেহার
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন