৩ সেপ, ২০১৩

কবিতা - ইন্দ্রনীল



কবিতার কোলাজ
ইন্দ্রনীল



আমার ঘন ঘন নিশ্বাস কবিতার কোলাজে,
আমার ভেতরের যতো আগুন সবটুকু কাগজের দুই পিঠে।
তবু প্রতিশ্রুতি তোমার দু চোখে ,আমার গভীর প্রণয়।
বিবর্ণ গোধূলি আমার প্রণয়ের উপকূলে নিয়ে আসে মন্দাক্রান্তা।
বৃষ্টির মাদকতায় শ্যামলিমা আমার প্রেম কে প্রাপ্তি দিলো,
তখন দেরি হয়ে গেছে অনেক ।
কালবৈশাখী বহুবার আমার ধমনীর রক্তে বিষ ঢেলে গেছে।
বিষাক্ত শরীর আমার অন্তর আত্মাকে দুষিত করছে ।
মনের একাংশ এই বিষ ওগরাতে চায়।
এমনিতে আমি নীলকন্ঠ,
তোমারা কি চাও, আমার সারা শরীর বিষময় হোক?
আগুনের মতো এই বিষ ঝরুক, কাগজের দুই পিঠে।
তাহলে হয়তো আবার, নীলকন্ঠ হতে পারবো।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন