সম্পাদকীয়
রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণের অছিলায় নিজেদের খুঁজে বেড়াতে আমাদের 'প্রেরণা' অন্যরূপে আজ অনণ্যা হতে চায়।
কলকাতা জোড়াসাঁকো জমিদার বাড়ীর রঙচটা থাম আর পরিচারকদের শাসনের গণ্ডীর মাঝে ক্লান্ত এক শিশু। বড় একাকী এই কিশোর একদিন পাঁচিলের ফোকর গলে বেরিয়ে পড়লো মনভূমের উদার প্রকৃতিতে যেন কিসের অন্বেষণে। বাঁধাধরা জীবনের পথ, শিক্ষায়তনের গণ্ডী তাকে আটকে রাখতে পারেনি তাই তিনি একদিন সারা বিশ্বের প্রতিনিধি।বাঙ্গালীর কবিগুরু - বিশ্ববাসীর হৃদয় জয় করে বিশ্বকবি হয়ে তিনি ভারতবাসীর গরবের মানিক।
এত গুণী মানুষটি কিন্তু সারাজীবন একলা চলার পাথেয় করেছেন অনুভূতির আঙ্গিনাকেই। মাঠের রাখাল থেকে বরেণ্য সব দিকপাল সকলেই নিজেকে আবিষ্কার করে চলেছেন এই রবীকিরণেই। অনুভবের সান্ত্রী বিহীন দরবারে তিনি একছত্র সম্রাট।
একাকী পথিকের পথ চলার আনন্দগান থেকে সৈনিকের বেয়নেটে সঙ্গ দেয়া এই মানুষকে স্মরণের পথে আজ আমরা একসূত্রে মালা গাঁথলাম অনেকের অন্তরের পূজার ফুলে প্রেরণার এই খোলা মাঠে বসে।
এ সুখের ভাগ হয়না। অর্জনের এই মণিরত্ন আজ আমাদের হৃদয়ে আনুক খোলা হাওয়া -
হে ভৈরব এসো এসো। ভেঙ্গে দাও তাসের প্রাসাদ।
প্রভাত আলোতে ভরে দাও আঁধারে ভরা ওই গুহাকন্দর।
দক্ষিণ সমীরণে আজ সব জীর্ণ মলিনতা উড়িয়ে ফেলে চলো আমরা এগিয়ে যাই আলোর দিশা হাতে। পরিচিত হই আমিত্ব ভেঙ্গে আমাদের পরিচয়েই। গাহি সাম্যের গান।
রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণের অছিলায় নিজেদের খুঁজে বেড়াতে আমাদের 'প্রেরণা' অন্যরূপে আজ অনণ্যা হতে চায়।
কলকাতা জোড়াসাঁকো জমিদার বাড়ীর রঙচটা থাম আর পরিচারকদের শাসনের গণ্ডীর মাঝে ক্লান্ত এক শিশু। বড় একাকী এই কিশোর একদিন পাঁচিলের ফোকর গলে বেরিয়ে পড়লো মনভূমের উদার প্রকৃতিতে যেন কিসের অন্বেষণে। বাঁধাধরা জীবনের পথ, শিক্ষায়তনের গণ্ডী তাকে আটকে রাখতে পারেনি তাই তিনি একদিন সারা বিশ্বের প্রতিনিধি।বাঙ্গালীর কবিগুরু - বিশ্ববাসীর হৃদয় জয় করে বিশ্বকবি হয়ে তিনি ভারতবাসীর গরবের মানিক।
এত গুণী মানুষটি কিন্তু সারাজীবন একলা চলার পাথেয় করেছেন অনুভূতির আঙ্গিনাকেই। মাঠের রাখাল থেকে বরেণ্য সব দিকপাল সকলেই নিজেকে আবিষ্কার করে চলেছেন এই রবীকিরণেই। অনুভবের সান্ত্রী বিহীন দরবারে তিনি একছত্র সম্রাট।
একাকী পথিকের পথ চলার আনন্দগান থেকে সৈনিকের বেয়নেটে সঙ্গ দেয়া এই মানুষকে স্মরণের পথে আজ আমরা একসূত্রে মালা গাঁথলাম অনেকের অন্তরের পূজার ফুলে প্রেরণার এই খোলা মাঠে বসে।
এ সুখের ভাগ হয়না। অর্জনের এই মণিরত্ন আজ আমাদের হৃদয়ে আনুক খোলা হাওয়া -
হে ভৈরব এসো এসো। ভেঙ্গে দাও তাসের প্রাসাদ।
প্রভাত আলোতে ভরে দাও আঁধারে ভরা ওই গুহাকন্দর।
দক্ষিণ সমীরণে আজ সব জীর্ণ মলিনতা উড়িয়ে ফেলে চলো আমরা এগিয়ে যাই আলোর দিশা হাতে। পরিচিত হই আমিত্ব ভেঙ্গে আমাদের পরিচয়েই। গাহি সাম্যের গান।
1 কমেন্টস্:
এ সুখের ভাগ হয়না। অর্জনের এই মণিরত্ন আজ আমাদের হৃদয়ে আনুক খোলা হাওয়া - তবুও এলাম খোলা এই হাওয়ায় নিজেকে মিলিয়ে দিতে ।
দুর্দান্ত সম্পাদনা ।
একটি মন্তব্য পোস্ট করুন