জীবন বৃত্ত
মৌসুমী বৈদ্য
দাঁড়িয়ে আছি জীবন বৃত্তের ঠিক কেন্দ্রে,
যেদিকেই এগোতে চাই ,
দেখি আবদ্ধ তার সীমারেখা ৷
খুঁজতে থাকি প্রবেশপথ -
খুঁজতে থাকি সেই বিন্দু -
যেখান দিয়ে শুরু হয়েছিল পথ চলা ৷
কিন্ত দেখি সব বিন্দুই এসে মেলে
শেষের বিন্দুতে ৷
ঘিরে ধরে আমাকে বৃত্তের আকারে ৷
যে পথের ব্যাস ও ব্যাসার্ধ দুইই
নির্দ্দিষ্ট পরিধিতে ঘেরা ৷
বেরিয়ে আসতে চাইলেও পারা যায় না,
ঘুরতেই থাকি সে বৃত্তের মাঝেখানে
বৃত্তের আকারে - বৃত্তাকারে ৷৷
মৌসুমী বৈদ্য
দাঁড়িয়ে আছি জীবন বৃত্তের ঠিক কেন্দ্রে,
যেদিকেই এগোতে চাই ,
দেখি আবদ্ধ তার সীমারেখা ৷
খুঁজতে থাকি প্রবেশপথ -
খুঁজতে থাকি সেই বিন্দু -
যেখান দিয়ে শুরু হয়েছিল পথ চলা ৷
কিন্ত দেখি সব বিন্দুই এসে মেলে
শেষের বিন্দুতে ৷
ঘিরে ধরে আমাকে বৃত্তের আকারে ৷
যে পথের ব্যাস ও ব্যাসার্ধ দুইই
নির্দ্দিষ্ট পরিধিতে ঘেরা ৷
বেরিয়ে আসতে চাইলেও পারা যায় না,
ঘুরতেই থাকি সে বৃত্তের মাঝেখানে
বৃত্তের আকারে - বৃত্তাকারে ৷৷
2 কমেন্টস্:
খুব ভাল লাগছে ৷
তবে আমার নাম মৌসুমী মিত্র (বৈদ্য) ৷ শুধূ মৌসুমী বৈদ্য এসেছে ৷
একটি মন্তব্য পোস্ট করুন