পাহাড় বলে একটি ছেলে ,নদীর বুকে থাকে …
মিলন চ্যাটার্জি
পাহাড় --এই জানিস তুই না থাকলে আমার কি হবে ?
নদী -- কি আবার হবে ! পাহাড়ে বরফ পড়বে ? হি হি
পাহাড়--আরে তা নয়, তবে আমার ফাঁকা ফাঁকা লাগবে খুব ।
নদী -- তাতে আমার কি ! আমি নিজেকেই ভালোবাসি ।
পাহাড়--জানি, আমরা সবাই নিজেকে ভালোবাসি, তবু কিন্তু সম্পর্ক টিকে থাকে । আমরা নিজের জন্য কি কাঁদি ? মনে তো হয় না ।
নদী -- দেখ, তুই যেটা করিস সেটা পাহারাদারি। আমি কোথায় যাবো, কি করবো সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে ! আজব !
পাহাড়--আসলে কি জানিস, ভালোবাসা হল একটা তরঙ্গ । সে এতো বোঝে না, সে জানে শুধু আগলে রাখা ।
নদী -- আমার তাতে কিছু আসে যায় না ।
পাহাড়--আচ্ছা বেশ, তুই ভালো থাক আর জ্বালাবো না ।
নদী -- হি হি , জ্বালাবো না । এসব নাটক বন্ধ কর । সবাই একই কথা বলে, যাত্রা দলে নাম লেখা , নাম করবি ।
পাহাড়-- ঠিকই বলেছিস , নাটকই বটে । নাম করবো , হা,হা,হা ।
নদী -- আমাকে আর বিরক্ত করিস না, আমার এসব শুনলে হাসি পায় । ভালোবাসা শুনলেই আমি হাসি, আমার এতে কিচ্ছু এসে যায় না ।
পাহাড়-- কিন্তু ভালোবাসা তো একটা আদি শব্দ, এর বিকল্প কিছুই নেই । টাই বলে ফেলি রে, সরি ।
নদী -- হুম, ঠিক আছে । অন্য কাজের কথা থাকলে বল ।
পাহাড়-- কাজের কথা, না তা নেই । আজকাল সারাদিন ছাতিম ফুলের গন্ধ পাই , কিন্তু এটা কাজের কথা নয় । সারাদিন মনে হয় একটা কাঁটা ফুটে আছে বুকে, নিজেকে আজকাল খুব ছোট লাগে বুঝলি ।
কট্ ------- ফোনের ওপারে অতলান্ত নীরবতা !
এফ এম চালাই একটু।
" তীরেও নাই পাড়েও নাই / যেজন আছে মাঝখানে "
এই ভালো, অপার নিস্তব্ধতায় এই গানই যাপনের মূল্য দিক ।
1 কমেন্টস্:
Jio dada
একটি মন্তব্য পোস্ট করুন