উড়োবন্দর
শাকিলা তুবা
যে গভীর ভালবাসার কাছে পরাজিত তুমি
তার রূপান্তরে আত্মকথক কেবল তুমিই হতে পার
আফ্রিকান নারী গেয়ে ওঠো,
‘মালাইকা, নাকু পেন্ডা মালাইকা’
দেবদূত তোমাকে আমি ভালবাসি—
ব্যাঙ কোলে নিয়ে ম্রিরিডা কবিতা লিখবে,
সৈনিক, তুমি কি দ্যাখোনি আমার ঘৃণা?
বাংলার ঘরে যত কালো ফুল আছে
শক্তভাবে মাটিতে পা গেঁথে দাঁড়াবে
ভালবাসবে, সবাই দেবদূত ভালবাসবে।
লেখাগুলো পিছলে যাবে, যেন তেলতেলে জল
কবির জানালায় রয়ে যাবে মুগ্ধতা
লেজ নাচানো ফিঙে দেখে দেবদূত পুষবার বাসনা জাগবে মনে
জিবুতি বন্দরের খোদাই করা আফ্রিকান নারী
ভালবাসাজনিত রোগে আরো এক পা এগিয়ে নেবে।
শাকিলা তুবা
যে গভীর ভালবাসার কাছে পরাজিত তুমি
তার রূপান্তরে আত্মকথক কেবল তুমিই হতে পার
আফ্রিকান নারী গেয়ে ওঠো,
‘মালাইকা, নাকু পেন্ডা মালাইকা’
দেবদূত তোমাকে আমি ভালবাসি—
ব্যাঙ কোলে নিয়ে ম্রিরিডা কবিতা লিখবে,
সৈনিক, তুমি কি দ্যাখোনি আমার ঘৃণা?
বাংলার ঘরে যত কালো ফুল আছে
শক্তভাবে মাটিতে পা গেঁথে দাঁড়াবে
ভালবাসবে, সবাই দেবদূত ভালবাসবে।
লেখাগুলো পিছলে যাবে, যেন তেলতেলে জল
কবির জানালায় রয়ে যাবে মুগ্ধতা
লেজ নাচানো ফিঙে দেখে দেবদূত পুষবার বাসনা জাগবে মনে
জিবুতি বন্দরের খোদাই করা আফ্রিকান নারী
ভালবাসাজনিত রোগে আরো এক পা এগিয়ে নেবে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন