২৯ জানু, ২০১৪

সেলিম উদ্দিন মণ্ডল

আমার তেরাঙ্গা
সেলিম উদ্দিন মণ্ডল



সমস্ত খুদেরাই হেঁটে যায়!
শীতের জানালায়(সকালের) শুধু পরিচিত অবলা শব্দেরা ঘোরেফেরে,
পাতা কান পাশবালিশ চিনে দেশলাই খামে
গভীর রাত্রিযাপন করে ফুলওয়ালা ফুল বেচে,
ফুল কিনতে যায়,
আমার তেরাঙ্গা উড়তে থেকে কচিদের চকলেট-বিস্কুটে ।
কুড়ি অনায়াসেই আশি হয় কোলের খোকা হয় কুড়িতে ।
আমার তেরাঙ্গা বয়সের ভার বয়
তবুও উড়তে থেকে কচিদের চকলেট-বিস্কুটে।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন