২৯ জানু, ২০১৪

দেবী রায় মুখার্জী

নেতাজী
দেবী রায় মুখার্জী



নেতা হতে সবাই ব্যস্ত
শুধু চাই হাত ভর্তি স্বার্থ
আর -
পকেট ভর্তি টাকা
রক্তের বিনিময়ে তারা ফেরায় না
আমজনতাকে উপহার দেয়/ কলঙ্ক ধর্ষণ হত্যা ...

###########

ফিরে এসোনা নেতাজী
চলে যাও দূর/ বহূদূর .....
তেইশ ফিরে আসে প্রতি মাসে
জানুয়ারীও আসে প্রতি বছর
জানি ফিরবেনা আঠারোশ' সাতানব্বই…
যেমন ফিরবেনা তুমি....

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন