২৯ জানু, ২০১৪

জয়তী ভট্টাচার্য

কিছু কথা থাক তবে না বলাই
জয়তী ভট্টাচার্য



সব কথা বলা হলে
কথা থেকে ব্যথা ঝরে যায়,
কিছু কথা না বলাই
থাক তবে হৃদয়ের আঁধার ছায়ায়
সব কথা নাই হল বলা ~

রয়ে যাক না বলাই কিছু কথা
জমে থাক অশ্রুবাষ্পটুকু,
মেঘ হয়ে ভেসে থাক,মনের আকাশে,
নাই হল ঝরে পড়া রিমঝিম,
একা বসে বয়ে যাক অভিমানী বেলা !!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন