সময় ও সময়
অনিমেষ সিংহ
পাশ দিয়ে নদী চলে যাচ্ছে বিদ্যুতের বেগে।
আমার সামনে উস্কোখুস্কো চুল এক , বৃহৎ অরন্য...!
এ নিয়েই আমার সময় ,
পাখিদের ডিম দেখি
ক্রমশ নীল হয়ে উঠছে তার কুসুম ,
আমিও ডিমে তা দি !
সময় ভেঙ্গে বেরিয়ে আসে আর এক সময় ,
উটের মতন হাঁটে !
উটের মতন শিরদাঁড়া বেয়ে নেমে আসে
অথবা উঠতে থাকে রক্ত জল আর শোস্যাল সাইট ।
কুয়াসা সরিয়ে মাঝে মাঝে
তোমাকে দেখে নিতে মন করে ,
কিন্তু ব্যস্ততার মাঝে আর যাওয়া হয় না ক্লিওপেট্রা ।
তোমাদের সার্কাস ময়দানে বড় বেশী জোকার ।
সিজারের মাথা কেটে ফেলে বারে বারে , বারে বারে জুড়ে দেয় !
শুয়োরের প্রজন্ম চারিদিকে শুধু ডাস্টবিন করে রেখেছে ।
পাশ দিয়ে নদী চলে যাচ্ছে বিদ্যুতের বেগে।
আমার সামনে উস্কোখুস্কো চুল এক , বৃহৎ অরন্য...!
এ নিয়েই আমার সময় ,
পাখিদের ডিম দেখি
ক্রমশ নীল হয়ে উঠছে তার কুসুম ,
আমিও ডিমে তা দি !
সময় ভেঙ্গে বেরিয়ে আসে আর এক সময় ,
উটের মতন হাঁটে !
উটের মতন শিরদাঁড়া বেয়ে নেমে আসে
অথবা উঠতে থাকে রক্ত জল আর শোস্যাল সাইট ।
কুয়াসা সরিয়ে মাঝে মাঝে
তোমাকে দেখে নিতে মন করে ,
কিন্তু ব্যস্ততার মাঝে আর যাওয়া হয় না ক্লিওপেট্রা ।
তোমাদের সার্কাস ময়দানে বড় বেশী জোকার ।
সিজারের মাথা কেটে ফেলে বারে বারে , বারে বারে জুড়ে দেয় !
শুয়োরের প্রজন্ম চারিদিকে শুধু ডাস্টবিন করে রেখেছে ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন