কলমকে লেখা চিঠি
ইন্দ্রানী সরকার
হে আমার আশ্চর্য কলম,
তোমাকে নিয়ে যখন সাদা পাতা
আখরে ভরিয়ে দিই, কি অদ্ভুত এক
প্রশান্তিতে মন ভরে যায় |
সমস্ত গ্লানি দূর হয়ে শুধু
গির্জার ঘন্টার মত পবিত্র অগণিত
মন্ত্রপূত কাহিনীর সৃষ্টি হয় |
মন বলে এই জন্যই ত' বাগ্দেবী
বর্ণমালার সৃষ্টি করেছেন |
যেমন করে মহাবৃক্ষে গুল্মরাজি
নিশিন্তি আশ্রয়ে বিরাজমান,
শুক্তি ও ঝিনুক সমুদ্রের আশ্রয়ে সুষুপ্ত,
সাদা মেঘ নীল আকাশে আনন্দচিত্তে ভাসমান,
তেমনি হে কলম, তোমার অনন্ত শক্তি
মনে দেয় আনন্দের সঙ্কুলান|
ইন্দ্রানী সরকার
হে আমার আশ্চর্য কলম,
তোমাকে নিয়ে যখন সাদা পাতা
আখরে ভরিয়ে দিই, কি অদ্ভুত এক
প্রশান্তিতে মন ভরে যায় |
সমস্ত গ্লানি দূর হয়ে শুধু
গির্জার ঘন্টার মত পবিত্র অগণিত
মন্ত্রপূত কাহিনীর সৃষ্টি হয় |
মন বলে এই জন্যই ত' বাগ্দেবী
বর্ণমালার সৃষ্টি করেছেন |
যেমন করে মহাবৃক্ষে গুল্মরাজি
নিশিন্তি আশ্রয়ে বিরাজমান,
শুক্তি ও ঝিনুক সমুদ্রের আশ্রয়ে সুষুপ্ত,
সাদা মেঘ নীল আকাশে আনন্দচিত্তে ভাসমান,
তেমনি হে কলম, তোমার অনন্ত শক্তি
মনে দেয় আনন্দের সঙ্কুলান|
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন