২৯ জানু, ২০১৪

হরিশঙ্কর রায়

এক কবি,দুটি কবিতা
হরিশঙ্কর রায়



আত্মরঙ


বর্ণ, রূপ ভুলে খুঁজেছি
পরিমল
ভুল নাম ও ভুল ঠিকানায়
এসে জেনেছি,
যে সুর-তন্ত্রিতে বেজেছিল
কাটছাঁট করে ছুঁড়ে মারলাম
তিস্তার জলে--
তরঙ্গে তরঙ্গে ভেসে গেল।

জন্ম-জন্মান্তরের খেয়ায়
আমার রসায়ন, যোজন-বিয়োজন,
আমার অষ্টপ্রহর,
আমার যৌবন নির্বিকার।

অবশেষে--
শুদ্ধতম রঙে
গোধুলির ডাক
আমি, আমি ক্রিয়াহীন
ভুল বর্ণ-গোত্রে এপার-ওপার
জলের বর্ণ খুঁজি।


পরিযায়ী

হৃদ-গহীনে এসো,
দু'টো কথা বলো !
তারপর...
উড়ান সীমাহীন নীলে !

আমার সুখিত আঁখি
বাঁধিতে কি পারে !
তুমি পরিযায়ী পাখি
এক শীতে নয়,
বারবার এসো আমায় ভালোবেসে ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন