সবিনয়ে নিবেদন
ইমেল নাঈম
একটি হাত থাকে এখানে অন্যটি পকেটে
যদিও সর্বত্র লেগেছে দুশ্চিন্তার ছাপ
বহতামান রক্তের পচনে শীর্ণ দেহ
সুখের অন্বষণে পেরোয় একেকটি দিন ।
সুখ ? সেতো সোনার হরিণ !
তাকে খুঁজতে গিয়ে পেরিয়ে গেলাম
অজস্র শাল মোহরের বন
প্রতিদিন সেগুন বাগিচার সামনে
মত্ত থাকে এক ঝাঁক প্রজাপতি ,
তারাও আজ উদাসী ।
আগামীর ভোরে যে সূযে উদিত
তার নিচেই যেন আশ্রয় পায়
শান্তির পায়রা
প্রকৃতির বিচিত্র অবক্ষয়ে না পুড়ে সংসার ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন