পাথর খেলা
গুজরাটি ভাষায় মূল রচনা : দিলীপ জাভেরী
বাংলায় অনুবাদ : অভিলাষা দাশগুপ্তা আদক
দিলীপ জাভেরী গুজরাটের অন্যতম প্রসিদ্ধ কবি ও নাট্যকার। ওনার লেখা প্রহসনধর্মী সঙ্কলন “অবাক কান্ড” থেকে বর্তমান কবিতাটি ( পাথর খেলা, STONE PLAY ) নেওয়া হয়েছে। কবিতাটি ১৯৯২ সালের অযোধ্যা কান্ডের পরিপ্রেক্ষিতে লেখা।
পাথর জমে পাহাড় ছিল বন্ধ্যা মাটির কোলে,
কলির শ্রীরাম ভেঙে দিলেন নিছক খেলার ছলে।
ভাঙাচোরা ইঁটপাথর সব জমছে রাশি রাশি
ভাঙা আয়নায় বহুরূপী মুখ দেখছে শশী।
চাষের জমি শূণ্যগর্ভা,নষ্ট বীজের সারি,
উড়ো পালক ধূলোর সাথে দিচ্ছে আকাশ পাড়ি।
ওমনিতর খুঁজছি ডানা আমিও যাবো উড়ে,
শ্মশান হল দেশ যে আমার,আমি ভবঘুরে।
আকাশ মাটি পাথরকুচি, তান্ডবে নটরাজ,
রাগের আগুন লাভা হয়ে বইছে যেন আজ।
সেতুবন্ধে পাথর ছিল বানরসেনা হাতে,
ঘরভাঙানি পাথর নিয়ে দানবসেনা মাতে,
রামরাজ্যে প্রান পেত যে পাষাণ অহল্যায়,
রামের নামে কলির অহল্যা পাথর হয়ে যায়।
ছাই হচ্ছে বসতভিটা,জল নেই কোনখানে,
রক্ত জমে হচ্ছে পাথর,এইখানে সেইখানে।
কুমোর চাকে মাটির ঢেলা নিচ্ছে সৈন্যসাজ,
বালির দেশে মৃত্যুমিছিল মরছে মানুষ আজ,
নিভল আগুন,উড়লো যে ছাই,ভাঙলো মিলনমেলা,
খেলবে এসো কলির শ্রীরাম পাথরছোঁড়ার খেলা।।
বাংলায় অনুবাদ : অভিলাষা দাশগুপ্তা আদক
দিলীপ জাভেরী গুজরাটের অন্যতম প্রসিদ্ধ কবি ও নাট্যকার। ওনার লেখা প্রহসনধর্মী সঙ্কলন “অবাক কান্ড” থেকে বর্তমান কবিতাটি ( পাথর খেলা, STONE PLAY ) নেওয়া হয়েছে। কবিতাটি ১৯৯২ সালের অযোধ্যা কান্ডের পরিপ্রেক্ষিতে লেখা।
পাথর জমে পাহাড় ছিল বন্ধ্যা মাটির কোলে,
কলির শ্রীরাম ভেঙে দিলেন নিছক খেলার ছলে।
ভাঙাচোরা ইঁটপাথর সব জমছে রাশি রাশি
ভাঙা আয়নায় বহুরূপী মুখ দেখছে শশী।
চাষের জমি শূণ্যগর্ভা,নষ্ট বীজের সারি,
উড়ো পালক ধূলোর সাথে দিচ্ছে আকাশ পাড়ি।
ওমনিতর খুঁজছি ডানা আমিও যাবো উড়ে,
শ্মশান হল দেশ যে আমার,আমি ভবঘুরে।
আকাশ মাটি পাথরকুচি, তান্ডবে নটরাজ,
রাগের আগুন লাভা হয়ে বইছে যেন আজ।
সেতুবন্ধে পাথর ছিল বানরসেনা হাতে,
ঘরভাঙানি পাথর নিয়ে দানবসেনা মাতে,
রামরাজ্যে প্রান পেত যে পাষাণ অহল্যায়,
রামের নামে কলির অহল্যা পাথর হয়ে যায়।
ছাই হচ্ছে বসতভিটা,জল নেই কোনখানে,
রক্ত জমে হচ্ছে পাথর,এইখানে সেইখানে।
কুমোর চাকে মাটির ঢেলা নিচ্ছে সৈন্যসাজ,
বালির দেশে মৃত্যুমিছিল মরছে মানুষ আজ,
নিভল আগুন,উড়লো যে ছাই,ভাঙলো মিলনমেলা,
খেলবে এসো কলির শ্রীরাম পাথরছোঁড়ার খেলা।।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন