বিড়ম্বনা
অলভ্য ঘোষ
চেতনার শিরা উপশিরা ;
খুঁজে ফেরে সেলুলয়েড হয়না রা ।
নিস্তব্ধে সিঁড়িটিতে পোড়ে শম্ভু মিত্র ।
বাইপাসের ধারে পাঁচ তাঁরা ঘরে-
অনেকেই পালটায় গোত্র ।
বামে ডানে হাসে ;
অ্যাকাডেমি টিবি রোগে কাশে ।
দাঁড়ি গোঁফ বাড়ে
প্রগতির ধরে ।
হয়তো বা লালবাতি সাইরেন ওলা
দেবে মালা ।
শুধু একরাশ ছাই উড়ন্ত বাতাসে
থাকবে না দৃঢ় গলা ।
অলভ্য ঘোষ
চেতনার শিরা উপশিরা ;
খুঁজে ফেরে সেলুলয়েড হয়না রা ।
নিস্তব্ধে সিঁড়িটিতে পোড়ে শম্ভু মিত্র ।
বাইপাসের ধারে পাঁচ তাঁরা ঘরে-
অনেকেই পালটায় গোত্র ।
বামে ডানে হাসে ;
অ্যাকাডেমি টিবি রোগে কাশে ।
দাঁড়ি গোঁফ বাড়ে
প্রগতির ধরে ।
হয়তো বা লালবাতি সাইরেন ওলা
দেবে মালা ।
শুধু একরাশ ছাই উড়ন্ত বাতাসে
থাকবে না দৃঢ় গলা ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন