২৩ অথবা ২৬ এর জানুয়ারী
সুদীপ্তা
এখন সন্ধ্যাকাল প্রদীপ জ্বলেনি গৃহস্থ কুটীরে
ষোলো আনা হিসেব নিয়ে ব্যক্তিগত যে যার আঙ্গিকে
ধীরে ধীরে শহরের ডানায় ঢাকছে গ্রাম ...
"আজ তেইশ কিংবা ছাব্বিশ মানেই"
হঠাৎ পাওয়া ওম জড়ানো শেষ বেলার ঘুম
ওদিকে গুমরে গলছে মোমবাতির দুনিয়া ...
তবুও এভাবেই পাখী জীবনের আড়ালে পাল তোলে তেরঙ্গা
উদ্বাস্তু কড়ায় ফোটে বিন্নি ধানের খই
শীতের মরশুমে অফুরান ভাঙতে থাকে পাপড়ি ঝরা স্কুল মাঠের রোদ্দুর ...
সুদূর সীমানায় এক সুরে বেজে ওঠে বিগিউল ...
সুদীপ্তা
এখন সন্ধ্যাকাল প্রদীপ জ্বলেনি গৃহস্থ কুটীরে
ষোলো আনা হিসেব নিয়ে ব্যক্তিগত যে যার আঙ্গিকে
ধীরে ধীরে শহরের ডানায় ঢাকছে গ্রাম ...
"আজ তেইশ কিংবা ছাব্বিশ মানেই"
হঠাৎ পাওয়া ওম জড়ানো শেষ বেলার ঘুম
ওদিকে গুমরে গলছে মোমবাতির দুনিয়া ...
তবুও এভাবেই পাখী জীবনের আড়ালে পাল তোলে তেরঙ্গা
উদ্বাস্তু কড়ায় ফোটে বিন্নি ধানের খই
শীতের মরশুমে অফুরান ভাঙতে থাকে পাপড়ি ঝরা স্কুল মাঠের রোদ্দুর ...
সুদূর সীমানায় এক সুরে বেজে ওঠে বিগিউল ...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন