২৯ জানু, ২০১৪

জয় শমীক সেনগুপ্ত

মাধুকরী বিদ্রোহ
জয় শমীক সেনগুপ্ত



ঠোঁটে ঠোঁট রেখে করে যাব বিদ্রোহ-
যদি শতায়ু হবার বরদান পেয়ে থাকি।
এখন ত মাধুকরী করি প্রেম;
অতলস্পর্শী শব্দ ছোঁয়া বাকি।
ছেঁড়াপাতা যত পেয়েছিল কিছু আলো!
তারাও দেখছি ভিড়ের চাপেতে
কোথায় হারিয়ে গেল?
সব কথা যদি বলে যেতে পারি তবে-
শরীর জুড়ে নিখাত সন্ধ্যা হবে।
তারপর হবে বিষ্ফোরনের গান,
পয়দল যাব আনাচে কানাচে
ঠোঁটে চোখে অভিমান।
একটা শতক সত্যি ভীষণ ছোট-
চিন্তার গতি ডানা পেয়েছিল বলে,
এখন আমরা নিত্য নতুন ভাবি।
তবু এই মুখ জড়তা আকঁড়ে চলে!
যদি নির্বাসিত হই,
তবে বিদ্রোহে কৃষ্ণচূড়ার লাল রঙ শুষে
আমিও নাম নেব রক্তগোলাপ।
বিপ্লবের চুমুর মাঝে পাপড়ি মেলে কত শত ফুল-
কত রঙ ফিকে হয়ে যায়,
সময় তার হিসেব রাখেনা।। 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন