২৯ জানু, ২০১৪

সুমন কুমার সাহু

কবিতায় তুমি
সুমন কুমার সাহু



কবিতা তোমাকে
জব্দ করেছি আমি
ছন্দ শিকলে বেঁধেছি
তোমার ই হৃদয় খানি ।

তুমি ছট পট করো
খুলতে বাঁধনের দড়ি
এ বাঁধন শব্দের বন্ধন
কেমনে পালাবে তুমি ।

তবু নিজেই কেন পালিয়ে বেড়াই
নীল নীলিমা অন্তরালে
অনুভুতি গুলো আসেনা আর
কেটে গেছে জীবনের ছন্দে ।

হ্যাঁ, আমি আজ ছন্দ হারিয়ে
ভাব লেশহীন
সব-ই তো দিয়েছি তোমায়
তুমি অমলিন ।

তোমায় বাঁধতে নিজেই হেরেছি
হয়েছি জব্দ অজান্তে
তুমি-ই তো রয়েছো সবার প্রানে
আমি আজ নির্বাসনে!



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন