২৯ জানু, ২০১৪

ফাল্গুনী মুখোপাধ্যায়

অতিথি সম্পাদকের কলম



প্রেরণা গ্রুপে কোন এক অখ্যাত কবির কবিতার দুটি পংক্তি পড়েছিলাম -

‘বাতায়ন খুলে দেখতে চাই
একটি নতুন পৃথিবীকে’ –

নতুন পৃথিবীকে দেখতে চাওয়ার আকুতিই আমাদের তাবৎ সৃজন কর্মের প্রেরনা । আমাদের চারপাশের পৃথিবীটা, প্রতি দিন – প্রতি মুহুর্তে পালটে যাচ্ছে, নব থেকে নবতর হয়ে চলেছে আর আমাদের সাহিত্য-সংস্কৃতির বিন্দুবিন্দু সৃষ্টিও সেই কাঙ্খিত নতুনতর পৃথীবীর নির্মাণের উপাদান হয়ে থাকছে ।

আমরা জানি মুদ্রিত ছোট পত্রিকা বা লিটল ম্যাগাজিনগুলি বাংলা সাহিত্য সৃজনের গর্ভগৃহ হয়ে ঊঠেছিল, অনেক বিদগ্ধ সাহিত্যব্যক্তিত্ব উঠে এসেছেন তাদের হাত ধরে । এখনও লিটল ম্যাগাজিনগুলি সেই দায় পালন করে চলেছেন নীষ্ঠার সঙ্গে – ব্যয়বাহুল্য জনিত বিপন্নতা সত্তেও । একুশ শতকে সমান্তরাল ভাবে প্রযুক্তির হাত ধরে একই দায় বহন করে চলেছে ওয়েব পত্রিকাগুলি, যাদেরই একজন ‘প্রেরণা অন লাইন’ । নবীন প্রজন্মের সৃজনশীলতার প্রেরণা হয়েই থাকতে চায় সে । বাংলা সাহিত্যের বৈভব, তার সৃষ্টিপ্রাচুর্য ও বৈচিত্র সম্পর্কে নতুন কিছু কথা সংযোজন করার প্রয়োজন নেই । ‘প্রেরনা’ শুধু নিশ্চিতভাবেই গৌরবান্বিত বোধ করবে যদি বাংলা সাহিত্যের সেই বৈভবে কণামাত্রও তার যোগদান থাকে ।

শীতের বিদায়ে ঋতুচক্রের শেষ ঋতু বসন্তের আগমনধ্বনি স্পষ্ট হচ্ছে । আর বসন্ত মানেইতো সৃষ্টির নব নব দিগন্তের উন্মোচন । গত সংখ্যায় এক নবীন কবি তার কবিতায় একটি পংক্তিতে যেন আগাম আহবান জানিয়েছিলেন ‘সুরেলা বসন্তে সৃষ্টির উল্লাসে মাতো’ । আমিও সেই পংক্তিটির প্রতিধ্বনিই আবার উচ্চারণ করি – সৃষ্টি হোক অফুরন্ত, নবনব সৃষ্টির উল্লাস বাংলা সাহিত্যাকাশে স্থায়ী চিহ্ন রেখে যাক ।

- ফাল্গুনী মুখোপাধ্যায়

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন